অভিনেত্রী নওশাবা কে রিমান্ডের নামে ডিবি কার্যালয়ে গণধর্ষণ ?
অভিনেত্রী নওশাবা কে রিমান্ডের নামে ডিবি কার্যালয়ে গণধর্ষণ ? কেন তাকে এমআইআর করা হলো? কেন তাকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে?
শ্রীমতি হাসিনা।
আপনার ডিবি পুলিশ এখন সুন্দরী আসামীদের রিমান্ডে এনে কাস্টিডিতেই ধর্ষন করে। এটা কি আপনি জানেন?নওশাবাকে ৪+২ দিনে কি কি করেছে ডিবি, নিশ্চয় আপনি জানেন না। জানলে আঁতকে উঠবেন! অবশ্য সেটা আপনার নাও হতে পারে। হয়ত বিকৃত সুখও লাভ করতেপারেন!নওশাবার কি হইছে পুলিশ বলছে না। অসুখ গোপন করতে হাসপাতাল থেকে হাসপাতালে বদলী করতেছে। যদিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাচিপের ডাক্তাররা আসল তথা গোপন করে বলছে, নওশাবার ডায়ারিয়া এবং কোমরে ব্যথা আছে, মেডিসিন বিভাগে পাঠায়। তার এমআরআই করা হয়েছে! কি তামাশা, ডায়রিয়ার জন্য কি এমআরআই করা লাগে? কত অত্যাচার হইলে কোমরে ব্যাথা হয়? এখন ঢাকা মেডিকেল বাদ দিয়া প্রাইভেট হাসপাতালে ভর্তি করে গোপনে চিকিৎসা করা হইতেছে। কি সেই গোপন চিকিৎসা? বাংলাদেশের মানুষ তো এত ছাগল না যে এটা বুঝে না, কি হইছে। তাছাড়া ডিবির অন্য সদস্যরা বলেদিয়েছে- ৮/১০ জনে মিলে গণহারে ধর্ষন করেছে!কে শুরু করেছে আগে? ডিসি ডিবি, নাকি এডিশনাল আইজি সাব? নাকি বেনজির নিজেই আসছিলো? বেনজির যে ধরণের মাগিখোর, তাতে ও না করে কি আর ছাড়ছে!তবে শ্রীমতি, আপনার শোকের আগস্ট মাসে গোপাল বাহিনী এত ফুর্তি ও বিকৃত আনন্দ করলো ক্যান? ওদের কাছে এটা সুখের মাস বুঝি? আপনি নিশ্চয় এপ্রুভকরে দিয়েছে আগেই।আপনি যদি গোপাল বাহিনী দিয়া যদি ওই কামই করাবেন, তবে আর পাকিদের গালি দেন ক্যান? পাকিরাতো নিশ্চয় আপনারে ধর্ষন করে নাই? আপনি নিশ্চয় জানেন, এই নারী নির্যাতনের পাপের কারণেই নিয়াজীর ১ লাখ সদস্যের বাহিনীর পতন হয়েছিল, লুংগিপড়া বাহিনীর কাছে!তবে আপনিও শিওর থাকেন, পুলিশ কাস্টডিতে যারা যারা ধর্ষন কান্ড চালাচ্ছে, তারা নিজেরাও খতম হবে, আর আপনাকেও ডোবাবে। সময় হলে অবশ্য প্রত্যেক ধর্ষক পুলিশের ধোন কাটা হবে।দু’দিন পরে তো আপনার এবং দলবলের ওই সেলে যাবার পালা। তখন ধর্ষন ঠেকাবেন কিকরে?
Comments