জন্ম দিনের শুভেচ্ছা বার্তা happy birthday wish message
হাজার ভিড়ের মাঝে হোক তোমার একটা আলাদা পরিচয়... দুঃখ যেন তোমায় ধরা না দেয়, সবসময় যেন তোমার থাকে ভালো সময়.... এই কামনায় তোমাকে জানাই শুভ জন্মদিন.... সূর্যের মতন উজ্জ্বল হও, সাগরের মতন হও চঞ্চল আকাশের মতন উদার হও আর ঢেউএর মতন উচ্ছল... শুভ জন্মদিন... সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ , রাতের তারারা -- সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে ॥ শুভ জন্মদিন ॥ স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক। দু:খ গুলো দূরে যাক সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য শুভ কামনা তোমার জন্য। ~~ শুভ জন্মদিন ~~ সব তর্কাতর্কি , ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ ! শুভ জন্মদিনের অনেক অনেক ভালবাসা নিও। সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেচে থাক হাজার বছর<<শুভ জন্মদিন>>.. সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর<<শুভ জন্মদিন>>.. সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রত...